s alam cement
আক্রান্ত
১০১৫১৬
সুস্থ
৮৬৪১৯
মৃত্যু
১২৮৯

গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে, চট্টগ্রামে বৃষ্টির আভাস

0

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ তিন বিভাগে বৃষ্টিপাত হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এসব জায়গায় থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার পাশপাশি অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি কেটে না যাওয়া পর্যন্ত ভ্যাপসা গরম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া দফতর।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শেখ হারুনুর রশিদ।

নিম্নচাপের কারণে চট্টগ্রাম সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘চট্টগ্রাম বঙ্গোপসাগরের দক্ষিণ থেকে ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে সৃষ্ট নিম্নচাপটি। এ কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে বৃষ্টিপাত বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় খুব বেশি বৃষ্টিপাতের আশঙ্কা নেই। মেঘলা আকাশের সঙ্গে মাঝেমধ্যে থেমে থেমে সামান্য বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।’

আবহাওয়া অফিস আরও জানায়, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ তিন বিভাগ ছাড়াও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মুআ/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm