s alam cement
আক্রান্ত
৯৯৩৪১
সুস্থ
৭০৯৫৮
মৃত্যু
১২২৭

গোপালগঞ্জের ছেলের আত্মহত্যা চট্টগ্রামের পটিয়ায়

0

গলায় ফাঁস লাগিয়ে অমিত মল্লিক (২১) নামের এক তরুণ আত্মহত্যা করেছে চট্টগ্রামের পটিয়ায়।

মঙ্গলবার (৩১ আগস্ট) পটিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মুন্সেফবাজার নারী জাগরণ সংস্থার পাশে এ ঘটনা ঘটে। ওই এলাকার জসিম টাওয়ারের দ্বিতীয় তলার বাসা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

অমিত গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার রামশীল লখন্ডা গ্রামের অরুন মল্লিকের ছেলে।

এ ব্যাপারে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, ‘মুন্সেফবাজারের জসিম টাওয়ারের দ্বিতীয় তলায় অমিত মল্লিক নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। তার বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায়।

পুলিশ সূত্রে আরো জানা যায়, অমিত এবার জাতীয় বিশ্ববিদ্যালয়ে অর্নাসে ভর্তির জন্য আবেদন করেছে। সে বেশকিছুদিন ধরে তার বড় বোন পটিয়া সেন্ট্রাল হাসপাতালের নার্স অর্পিতা মল্লিকের সাথে মুন্সেফবাজার জসিম টাওয়ারের দ্বিতীয় তলায় ভাড়া বাসায় থাকত। প্রতিদিনের মত রাতে ভাত খেয়ে ঘুমাতে যায় অমিত। সকালে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বোন অর্পিতা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।’

এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm