গ্যাস ওয়েল্ডিংয়ের সময় ফিশিং জাহাজে আগুন কর্ণফুলীতে

চট্টগ্রামের কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ের জেটিতে এফভি ক্রিস্টাল-৮ নামের একটি ফিশিং জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় জাহাজটিতে কোনো নাবিক ছিলেন না।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দুপুর ৩টায় চরপাথরঘাটা এলাকার মামুনের জেটিতে হঠাৎ করে জাহাজটিতে আগুন লাগে।

পরে খবর পেয়ে কালামিয়া বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বন্দর কর্তৃপক্ষের বিশেষায়িত জাহাজ এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এতে জাহাজের ইঞ্জিন ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরামুল হক।

জানা গেছে, কর্ণফুলী নদীর দক্ষিণপাড়ে আপন সাহেবের মাঠ সংলগ্ন এলাকায় মামুনের জেটিতে নোঙরে থাকা অবস্থায় জাহাজটিতে গ্যাস ওয়েল্ডিংয়ের কাজ করেছিলেন শ্রমিকরা। এ সময় গ্যাসজনিত স্পার্কের সৃষ্টি হলে হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। এই ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

Yakub Group

খোঁজ নিয়ে জানা গেছে, দেড় বছর আগে গতবছরের ৯ জুন ভোররাতে এই জাহাজটি শিকলবাহা শাহ আমানত সেতু এলাকায় তলা ফেটে ডুবে যায়। তখন জাহাজটি ছিল চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের মালিকানাধীন ক্রিস্টাল গ্রুপের। তবে বর্তমানে এই জাহাজটি পরিচালনা করছেন ব্লু হারবার ফিশিং লিমিটেড। তারা সরকারি-বেসরকারি সকল দায়-দেনা পরিশোধ করে ডকে ওঠানামাসহ সবকিছুর ব্যয়ভার বহন করে আসছেন।

জানতে চাইলে ব্লু হারবার ফিশিং লিমিটেডের পরিচালক মো. মনিরুল হক বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি এফভি ক্রিস্টাল-৮ জাহাজটিতে গ্যাস ওয়েল্ডিং করার সময় হঠাৎ আগুন লেগেছে। ফায়ার সার্ভিস দল কাজ করছে। পরে ক্ষয়ক্ষতির বিস্তারিত জানাতে পারব।’

এ বিষয়ে বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের (অপারেশন) অফিসার লে. কর্নেল আশফাক বিন ইদ্রিস জানান, এফভি ক্রিস্টাল-৮ জাহাজে আগুন ধরার খবর পেয়ে তাৎক্ষণিক একটি টিম পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আসলে বিস্তারিত জানা যাবে।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm