চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিললো ১১০ কার্টন সিগারেট

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে ১১০ কার্টন সিগারেট জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস হাউসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট।

একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে দুবাই থেকে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন ফটিকছড়ি ওই যাত্রী।

বিমান বন্দর সূত্র জানায়, দুবাই থেকে চট্টগ্রামে আসা মো. আমান উল্লাহ নামের যাত্রীর ব্যাগে ১১০ কার্টন সিগারেট পাওয়া যায়। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তার বাড়ি লেলাং ইউনিয়নের চারালিয়া হাট এলাকায়।

কাস্টমস সূত্রে জানা যায়, ওই যাত্রীর ব্যাগ স্ক্যানিংয়ের সময় কার্টনের মধ্যে বিশেষ অবস্থায় লুকানো ছিল সিগারেটগুলো। জব্দকৃত সিগারেটের মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা। রাজস্ব ফাঁকির পরিমাণও ৩ লক্ষ ৩০ টাকা।

Yakub Group

সিগারেটের ক্ষেত্রে ঘোষণা দিয়ে আনা হলে দ্বিগুণ রাজস্ব পরিশোধ করতে হয় বলে জানিয়েছেন কাস্টমসের কর্মকর্তারা।

এ বিষয়ে শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পণ্যগুলো বাজেয়াপ্তকরণের জন্য চট্টগ্রাম কাস্টমস হাউসের কাস্টোডিয়ান শাখা জমা রাখা হয়েছে।

এএস/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm