চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ৬ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
সোমবার (১৮ নভেম্বর) দুপুরে লোহাগাড়া উপজেলার রশিদের পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।
জানা গেছে, ব্যবসায়ী ওসমান গনি ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি করছিলেন। এ অপরাধে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং ৬ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান জানান, জেলা এনএসআইয়ের প্রতিনিধি দলের গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। লোহাগাড়া সদর রশিদার পাড়ায় ঘনবসতিপূর্ণ এলাকায় অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ওসমান গনিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ৬ হাজার গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়।
গ্যাস সিলিন্ডারের মালিককে মঙ্গলবারের মধ্যে লোকালয়ে এসব কর্মকাণ্ড বন্ধ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান ইউএনও।
ডিজে