ঘুমের মধ্যেই না ফেরার দেশে চট্টগ্রামের মহসিন কলেজের অফিস সহকারী

ভোরে ঘুম থেকে ওঠে নামাজ আদায় করেন চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের কর্মচারী মো. ইব্রাহিম। এরপর সকালের নাস্তাও করেন তিনি। পরে তার দুই ছেলে বাসা থেকে বের হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘুরতে যাওয়ার উদ্দেশ্য। এরপর থেকে বাসায় একা ছিলেন ইব্রাহিম।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে গিয়ে তাকে ডাকাডাকি করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে দরজা ভেঙে সেখান থেকে উদ্ধার করে মেডিকেল নিয়ে যাওয়া হয় ইব্রাহিমকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ধারণা করা হচ্ছে, কলেজের কর্মচারীদের কোয়াটারে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে।

Death Anniversary Samata

মৃত্যুকালে তার বয়স ছিল ৪৩ বছর। তিনি মহসিন কলেজে অফিস সহকারী কাম কম্পিউটার মু্দ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। চার সন্তানের জমক তিনি। তার গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

মহসিন কলেজের কর্মচারীদের সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে নিজের বাসায় ঘুমান ইব্রাহিম। শনিবার (৩০ডিসেম্বর) সকালে ঘুম থেকে নামাজ আদায় করেন। এরপর নাস্তা করেন তিনি। ১০টার দিকে তাকে দীর্ঘক্ষণ ডাকাডাকি করা হয়। এতে কোনো সাড়া না পাওয়ায় দরজা ভেঙে তাকে উদ্ধার করে মেডিকেল নিয়ে যাওয়া হয়। মেডিকেল ইসিজি পরীক্ষার দেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহসিন কলেজের দর্শন বিভাগের দর্শন বিভাগের শিক্ষার্থী আরমান চৌধুরী বলেন, ‘ইব্রাহিম ভাই অনেক ভালো মানুষ ছিলেন। কখনও বড় করে আওয়াজও করতেন না। ভদ্রলোক হিসেবে কলেজে তার সুনাম রয়েছে।’

সরকারি হাজী মুহাম্মদ মহসীন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘ইব্রাহিম আমাদের কলেজের কর্মচারী ছিলেন। আগে থেকে তিনি অসুস্থ ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক জানাচ্ছি।’

আরএম/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!