কর্ণফুলীতে চোরাই টিভিসহ যুবক গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী থেকে চুরি হওয়া পণ্যসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে তিনটি টেলিভিশন (টিভি) উদ্ধার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম রেজওয়ান আহমেদ ওরফে হৃদয় (৩২)।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১২টায় কর্ণফুলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নিয়ে ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে টিভি উদ্ধার করা হয়।

Death Anniversary Samata

শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশ।

জানা গেছে, গত ১৯ ডিসেম্বর কোতোয়ালীর আইস ফ্যাক্টরি রোডের শাহ আমানত রেলওয়ে সুপার মার্কেটের সদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস নামের প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় সাতটি টিভি চুরি করে চোরের দল।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক বলেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে মামলা দায়ে পর অভযান চালিয়ে একজনে গ্রেপ্তার করা হয়েছে।

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!