চট্টগ্রাম নগরীর চকবাজারে এক টমটমচালককে প্রচণ্ড মারধর করেছে ওই এলাকাকেন্দ্রিক একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা। মারধরে ওই টমটমচালক রক্তাক্ত হয়ে গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর চকবাজারের বালি আর্কেডের সামনে তুচ্ছ বিষয়ে তর্কাতর্কির জের ধরে এই ঘটনা ঘটেছে।
বেধড়ক মারধরে আহত হওয়া ওই টমটমচালকের নাম নুরুন্নবী।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে আটটার দিকে বালি আর্কেডের সামনের এলাকায় স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়াভাবে মোটরবাইক চালাচ্ছিল। তাদের বাইককে সাইড না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে তারা একটি টমটম গাড়ির চালককে মারধর করে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে।
জানা গেছে, চকবাজারকেন্দ্রিক কিশোর গ্যাং লিডার হামিদ শিকদারের নেতৃত্বাধীন এই কিশোর গ্যাংটির ভয়ে এলাকাজুড়ে সবসময়ই আতঙ্ক বিরাজ করে।