চকবাজার ডিসি রোডে ক্যাবল অপারেটর ব্যবসায়ী খুন

0

চট্টগ্রামের চকবাজার ডিসি রোড এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সৌরভ খান সোহাগ (২৫)।

মঙ্গলবার (১২ জুন) চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন ডিসি রোডের মৌসুমী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই এলাকার হারুনুর রশিদের সন্তান।

পাঁচলাইশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান জানান, নিহত সৌরভ ওয়াইফাই ও ক্যাবল অপারেটর ব্যবসায়ী ছিলেন।

ব্যবসা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার দুপুরে স্থানীয় যুবক সাকিব ও শফিক সৌরভকে ছুরিকাঘাত করে।

গুরুতর আহতাবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Yakub Group

চকবাজার থানা পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাকিব ও শফিকে নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

আইএমই/এমএফও

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm