সাতকানিয়া-লোহাগাড়ায় ৫০ গরুর মাংস বিতরণ করলেন এমপি নদভী

0

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় অর্ধশতাধিক গরুর মাংস বিতরণ করা হয়েছে।

ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ঈদুল আজহা উপলক্ষে এসব মাংস বিতরণ করা হয়।

সোমবার (১১ জুলাই) সকাল ১১টায় এই মাংস বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন সাতকানিয়া-লোহাগাড়া আসনের সংসদ সদস্য ও আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী।

এ সময় তিনি বলেন, ‘ঈদুল আজহা আল্লাহ’র পক্ষ থেকে ইমানদারদের ত্যাগের পরীক্ষা। কোরানের সুস্পষ্ট বিধান অনুযায়ী সারাবিশ্বে মুসলিম উম্মাহ এই পশু কোরবানি দিয়ে থাকেন। আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চলে কোরবানি প্রজেক্ট বাস্তবায়ন করে আসছে। এই ধারাবাহিকতায় এবারও মাংস বিতরণ করা হয়।’

আল্লামা ফজলুল্লাহ ফাউন্ডেশন চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন বলেন, ‘এ বছর সাতকানিয়া-লোহাগাড়ায় ৫০টির বেশি গরু কোরবানি দেওয়া হয়েছে। যাদের কোরবানি দিতে সামর্থ্য ছিল না তাদের হাতে এসব মাংস তুলে দেওয়া হয়েছে।’

Yakub Group

এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়ার মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনম সেলিম চৌধুরী, মাদার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুর রহমান সিকদার প্রমুখ।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm