চকরিয়ায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় পুকুরে ডুবে মো. শোয়াইব নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বৈরাগীরখিল এলাকায় এ ঘটনা ঘটে।

মো. শোয়াইব (১১) ওই এলাকার ফিরোজ আহমদের ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় লোকজন জানান, দুপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শোয়াইব। পরে খোঁজ নিয়ে পুকুরে লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm