মোবাইল চুরি করতে গিয়ে ধরা, গণপিটুনিতে রক্তাক্ত দুই যুবক

চট্টগ্রামের সদরঘাটে রক্তাক্ত দুই যুবককে গুরুতর অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামরির শিকার বলে সন্দেহ হলেও পরে জানা গেছে তারা ছিল আদতে চোর। গণপিটুনির পর তাদের ফেলে রাখা হয়।

রোববার (২৭ অক্টোবর) রাতে সদরঘাটের বাংলা বাজার রেললাইন ওপর পাওয়া যায় দুই যুবকের রক্তাক্ত দেহ। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সোমবার সকালে সদরঘাট থানা থেকে জানানো হয়, আধিপত্য বিস্তার নয়, মোবাইল চুরির অভিযোগে গণপিটুনির শিকার হন দুই যুবক।

গণপিটুনির শিকার দুই যুবক হলেন—শরীফ (৩০) ও ইমরান (২২)।

জানা গেছে, রোববার রাত ১১টার দিকে নগরীর সদরঘাট থানার বাংলাবাজার রেললাইন ওপর রক্তাক্ত দুই যুবকের দেহ পড়ে থাকতে দেখে এলাকায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে জানা গেছে, এই দু’জন রশিদ বিল্ডিংয়ের সামনে থেকে একজনকে ছুরি মেরে ছিনতাই করে পারানোর সময় স্থানীয় জনতা ধরে ফেলে। পরে পেট্রোল পাম্পের পেছনে নিয়ে তাদের মারধর করা হয়।

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমিজ আহমেদ বলেন, ‘মোবাইল ছিনতাই করার সময় তাদের গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

আরএ/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm