চকরিয়ায় নৌকা ৬৭ ভোট পেয়ে ৫ নম্বর, এমপির প্রার্থী বিপুল ভোটে জয়ী

0

কক্সবাজারের একটি ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রার্থী ভোট পেয়েছেন মাত্র ৬৭টি। সেখানে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ছয়জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রয়েছেন পঞ্চম স্থানে। এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

রোববার (২৬ ডিসেম্বর) চকরিয়া উপজেলার চিরিংগা, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা, খুটাখালী, বমুবিলছড়ি, বরইতলী ও হারবাং ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এর মধ্যে ডুলাহাজারা ও ফাসিয়াখালী ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে ইভিএম পদ্ধতিতে। অন্য ছয়টি ইউনিয়নে ভোট গ্রহণ হয় ব্যালট পেপারে।

উপজেলা নির্বাচন অফিসার শহিদুল ইসলাম স্বাক্ষরিত ফলাফলে দেখা গেছে, কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী মোহাম্মদ শাহ নেওয়াজ (রোমেল) মাত্র ৬৭ ভোট পেয়ে পরাজিত হয়েছেন শোচনীয়ভাবে।

অন্যদিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জামাল হোসেন চৌধুরী আনারস প্রতীকে ৩ হাজার ৫৬৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। জামাল হোসেন স্থানীয় সাংসদ জাফর আলমের অনুসারী।

এ নিয়ে স্থানীয় দলীয় নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বইছে। অনেকে বলছেন, অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যে কাদা ছিটাছিটির পরিস্থিতি তৈরি হয়েছে। নৌকার এমন ভরাডুবির পেছনে স্থানীয় সাংসদ জাফরের ভূমিকা রয়েছে বলে অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা।

এ বিষয়ে জানতে নৌকার প্রার্থী শাহ নেওয়াজের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এদিকে জামাল হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী জমিম উদ্দীন চশমা প্রতীকে ভোট পেয়েছেন ২ হাজার ৫৬৭টি। মোটরসাইকেল প্রতীকের আরেক স্বতন্ত্র প্রার্থী কে এম সালাউদ্দিন পেয়েছেন ২ হাজার ৩২৯ ভোট। ইসলামী আন্দোলনের নাজের হোসেন হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭১ ভোট। মোহাম্মদ করিম ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৫ ভোট।

আরএম/সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm