s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

চট্টগ্রামের করোনা—‘হঠাৎ কমেছে’ শনাক্ত ও মৃত্যু

0

চট্টগ্রামে টানা কয়েকদিন শনাক্তের উর্ধ্বগতির পর গত ২৪ ঘন্টায় কমেছে শনাক্ত। একই সাথে কমেছে মৃত্যুর সংখ্যাও। নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১১ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭৪ জন এবং উপজেলায় ৩৭ জন। একই সময়ে করোনায় মারা গেছেন ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত গিয়ে দাঁড়াল ৫৩ হাজার ৭৫৩ জনে। এদের মধ্যে মারা গেছেন ৬২৩ জন।

বৃহস্পতিবার (৩ জুন) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদন অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৯টি ল্যাবে চট্টগ্রামের ৮৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৪১ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা পজিটিভ হয় ২৬ জন।

Din Mohammed Convention Hall

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১০৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।  

জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাতে ১২ জনের নমুনায় করোনার জীবাণু পাওয়া যায়।

এছাড়া, চট্টগ্রামের বেসরকারি করোনা ল্যাবগুলোর মধ্যে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ২২০ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জন করোনা শনাক্ত হয়।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১১ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন, চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার ল্যাবে ১৫ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন এবং পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ২ জনের নমুনা পরীক্ষা করে একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

এদিন ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।  

এমএহক

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm