s alam cement
আক্রান্ত
৭৪২৬১
সুস্থ
৫৩৩৩৩
মৃত্যু
৮৬৮

চট্টগ্রামের ক্লাবে মাংস দেবে বলে ডেকে উল্টো লাঠিপেটা, মাথা ফাটলো বৃদ্ধার

0

কোরবানির মাংস দেওয়ার কথা বলে ডেকে এনে লাঠি দিয়ে পিটিয়ে বৃদ্ধার মাথা ফাটিয়ে দেওয়া হল চট্টগ্রাম নগরীর লাভলেন এলাকার স্মরণিকা কমিউনিটি সেন্টারে। ৫৫ বছর বয়সী ওই মহিলার পা ভেঙে দিয়েছেন স্মরণিকা ক্লাবের দরোয়ান।

শুক্রবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, স্মরণিকা কমিউনিটি সেন্টারের মালিক কোরবানির মাংস বিতরণ করবেন- এমন খবর পেয়ে শুক্রবার দুপুর থেকে ওই কমিউনিটি সেন্টারে শতাধিক অসহায় মানুষ ভিড় করেন। কিন্তু মাংস নিতে আসা অসহায় মানুষের সাথে খারাপ আচরণ করেন কমিউনিটি সেন্টারের এক দরোয়ান।

জানা গেছে, একপর্যায়ে অসহায় মানুষদের ওপর লাঠিচার্জ শুরু করেন এই দরোয়ান। আচমকা লাঠিচার্জে অনেকে আহত হন।

এ সময় মাংস নিতে আসা এক বৃদ্ধার মাথা ফেটে যায়। পায়ে গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন আরও একজন মহিলা।

ঘটনার প্রত্যক্ষদর্শী রুমন নামের একজন জানান, মাংস দেওয়ার কথা বলে শতাধিক মানুষকে ডেকে কয়েকজনকে মেরে আহত করেছেন। এক বৃদ্ধার মাথা ফাটিয়ে ও এক মহিলার পা ভেঙে দিয়েছে দরোয়ান। মাংস নিতে আসা অসহায়েরা মাংসের বদলে লাঠিপেটা খেয়ে চলে গেছে।

Din Mohammed Convention Hall

ঘটনার পর স্থানীয়রা কোতোয়ালী থানা পুলিশে খবর দিলেও শেষ খবর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত তারা ঘটনাস্থলে আসেনি।

ঘটনার বিস্তারিত জানতে কমিউনিটি সেন্টার কতৃপক্ষের সাথে কথা বলতে চাইলে ভেতরে কোন সংবাদকর্মীকে ঢুকতে দেওয়া হয়নি।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm