s alam cement
আক্রান্ত
৭৪২৬১
সুস্থ
৫৩৩৩৩
মৃত্যু
৮৬৮

১৮ বছর বয়সীরাও করোনার টিকা পাবেন, নতুন নিয়ম আসছে শীঘ্রই

0

করোনাভাইরাসের টিকা পাবেন ১৮ বছর বয়সীরাও। সরকার করোনার টিকা নেওয়ার বয়সসীমা আরও কমিয়ে ১৮ বছর করার কথা ভাবছে এবার।

শীঘ্রই এ ব্যাপারে ঘোষণা আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

শুক্রবার (২৩ জুলাই) রাজধানীর মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার খোঁজ নিতে এসে তিনি বলেন, বিষয়টি আলোচনায় রয়েছে।

এর আগে গত ১৯ জুলাইয়েের এক ঘোষণায় টিকা নেওয়ার বয়সসীমা কমানো হয়। তখন টিকা নেওয়ার বয়সসীমা আরও পাঁচ বছর কমিয়ে ৩০ বছর করার কথা জানায় সরকার। সেই থেকে ৩০ বছরের ঊর্ধ্বে নাগরিকরাও টিকার জন্য আবেদন করতে পারছেন।

তারও আগে গত ৫ জুলাই আগের চেয়ে আরও পাঁচ বছর কমিয়ে টিকার নিবন্ধনের জন্য যোগ্যদের বয়স ৩৫ বছর করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। তারও আগে বাংলাদেশে ৪০ বছর বা এর বেশি বয়সীদের জন্য টিকার নিবন্ধনের সুযোগ রাখা হয়।

সরকার ঘোষিত বয়সসীমা অনুযায়ী যারা টিকা নেওয়ার জন্য যোগ্য শুধু তারাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারছেন। তবে অগ্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা বয়সমীমার বাইরে। মহামারী মোকাবিলায় সম্মুখসারির কর্মী, বেশ কিছু পেশাজীবী শ্রেণি, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, প্রবাসী কর্মী এবং প্রাধিকার তালিকায় থাকা ব্যক্তিরা নির্ধারিত বয়সসীমার শর্তের বাইরে থেকেও নিবন্ধনের সুযোগ পাচ্ছেন।

Din Mohammed Convention Hall

দেশে গত ২৬ জানুয়ারি থেকে টিকার জন্য নিবন্ধন শুরু হয়। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড দিয়ে ৭ ফেব্রুয়ারি সারাদেশে গণটিকাদান শুরু হয়।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এর আগে সাংবাদিকদের বলেন, ‘আগামীতে টিকার আর কোনো অভাব হবে না। ডিসেম্বর নাগাদ বাংলাদেশ বিভিন্ন উৎস থেকে ১০ কোটি ডোজ টিকা পাবে।’

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm