চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে বসলো আরেকটি অক্সিজেন প্লান্ট

চট্টগ্রাম নগরীর পাঁচলাইশের পার্কভিউ হাসপাতালে ৫৫ ঘনমিটার ক্যাপাসিটির আরেকটি অক্সিজেন প্লান্ট সংযুক্ত হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকাল ২টায় হাসপাতালের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে নতুন অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্লাহ।

জানা গেছে, সম্প্রতি ইউরোপ থেকে আমদানি করা হয় Atlas copco ব্রান্ডের ৫৫ ঘনমিটার ক্যাপাসিটির অক্সিজেন প্লান্টটি।

এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার মো. ইলিয়াছ চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্যে হাসপাতালের ম্যানেজিং ডাইরেক্টর ডা. এটিএম রেজাউল করিম বলেন, ‘কোভিড মহামারীতে অক্সিজেনের ভয়ানক স্বল্পতার সময়ে আমরা ১৯ ঘনমিটার ক্যাপাসিটির নিজস্ব প্লান্টের মাধ্যমে রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ করেছি। ভবিষ্যতে যে কোনো ধরনের দুর্যোগ এড়াতে আমরা নতুন ৫৫ ঘনমিটার ক্যাপাসিটির অক্সিজেন প্লান্ট সংযুক্ত করেছি। আমরা সকল দুর্যোগময় পরিস্থিতিতে স্বাস্থ্য সংশ্লিষ্ট সকল তদারকি সংস্থার সহায়তার বিষয়টি কৃতজ্ঞচিত্তে স্বীকার করছি। আশা করছি ভবিষ্যতে আমরা সকলের সহযোগিতায় স্বাস্থ্যসেবা ক্ষেত্রে আরও এগিয়ে যাবো।’

Yakub Group

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতা, জাতীয় দুর্যোগে এগিয়ে আসার বিষয়টি আমি পার্কভিউ হাসপাতালের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছি। করোনা মহামারীর দুর্দিনে চিকিৎসা, বিএম কন্টেইনারের অগ্নিদগ্ধদের নিবিড় চিকিৎসায় পার্কভিউ হসপিটালের ভূমিকা প্রশংসনীয়।’

তিনি বলেন, ‘ডাক্তারদের অবশ্যই রোগীদের প্রতি মানবদরদী হয়ে চিকিৎসাসেবা দিতে হবে এবং সকল ক্ষেত্রে ডাক্তারদের লিখিত ফলোআপ মেনটেইন করতে হবে।’

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. সাখাওয়াত উল্লাহ বলেন, ‘কোভিডের সময়ে রোগীদের অক্সিজেনের জন্য যে হাহাকার, সে সময় পার্কভিউ হাসপাতাল অসাধারণ ভূমিকায় রেখেছে। বর্তমানের এ অক্সিজেন প্লান্ট পার্কভিউ হসপিটালের জন্য এক বিরাট আশীর্বাদ। জাতীয় ও সামাজিক বিভিন্ন দুর্যোগে পার্কভিউ হসপিটালের প্রতি আমাদের আস্থা রয়েছে। সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগে স্বাস্থ্য সেবাখাত আরও এগিয়ে যাবে, এ প্রত্যাশা।’

ডা. মো. রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ, ইঞ্জিনিয়ার মমিনুল হক, ইঞ্জিনিয়ার মতিউর রহমান, ডা. মুহাম্মদ ইউসুফ, ডা. আহামদ রহিম, ডা. সালাহউদ্দিন এমএএইচ চৌধুরী, জিএম জিয়াউর রহমান, ডিজিএম মো. হুমায়ুন কবীর, এইচওও নায়ীমুর রহমান, হেড অফ মার্কেটিং জাহেদুল ইসলাম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm