s alam cement
আক্রান্ত
৯৯৭৬৬
সুস্থ
৭২৫৭৫
মৃত্যু
১২৩৯

চট্টগ্রামের সাংসদ লতিফের প্রশ্নের জবাবে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী

0

জাতীয় সংসদে চট্টগ্রামের সাংসদ এম এ লতিফের প্রশ্ন প্রত্যাখ্যান করলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দেশের বিভিন্ন হাসপাতালে ধূমপান সংক্রান্ত জরিপের ব্যাপারে চট্টগ্রাম-১১ আসন থেকে নির্বাচিত সাংসদ এম এ লতিফের করা এক প্রশ্নের জবাবে মন্ত্রী জাহিদ মালেক ওই জরিপ প্রত্যাখ্যান করে বলেন, ‘ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের এক জরিপে জানা যায়, রাজধানীর ৭১ শতাংশ সরকারি হাসপাতালে ধূমপান হয়। এটা সত্য নয়।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০১৫ অনুযায়ী সরকারি হাসপাতালসহ যেকোনো পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ ও আইনগত দণ্ডনীয় অপরাধ।’

তিনি বলেন, ‘স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্যশিক্ষা ব্যুরো, অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি থেকে ধূমপানবিরোধী বিভিন্ন ধরনের প্রচার-প্রচারণামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।’

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm