নিজেকে চট্টগ্রাম বন্দরের সচিব পরিচয় দিয়ে এক চাকরি প্রার্থীর কাছ থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে এক প্রতারক। বন্দরে চাকরি দেয়ার নাম করে সেকান্দার আলী (৫৫) নামে ওই প্রতারক বিভিন্ন জনের কাছ থেকে মোট ৩৫ লাখ টাকা আত্মসাৎ করেন।
প্রতারক সেকান্দার আলীর বিরুদ্ধে রেয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. আবুল কাশেম কোতোয়ালী থানা মামলা দায়ের করলে পুলিশ বুধবার (১ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করে। সেকান্দর আলী চাঁন্দগাও থানার মৌলভীবাজারের মুন্সি বাড়ী মৃত জাফর আলমের ছেলে। তিনি চাঁন্দগাও আবাসিকের বি ব্লকের আয়েশা মঞ্জিলে বসবাস করেন।
পুলিশ জানায়, অভিযুক্ত সেকান্দর আলী (৫৫) নিজেকে বন্দর সচিব পরিচয় দিয়ে অন্তত ৩৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তার কিছু সহযোগীর মাধ্যমে লোকজনকে বন্দরের বিভিন্ন পোস্টে চাকরি দেয়ার নামে এ টাকা হাতিয়ে নেন তিনি।
কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দিন বলেন, প্রতারকরা ভুয়া নিয়োগপত্র পাঠায় চাকরি প্রার্থীর ঠিকানায়। এমন কি পুলিশ ভেরিফিকেশন রিপোর্টও তারা তৈরি করে দেয়। যা সম্পূর্ণ ভুয়া। তারা নিরীহ চাকরি প্রার্থীদের এভাবে প্রতারণা করে আসছে।
নগরীর রেয়াজউদ্দিন বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী আবুল কাশেমের ছেলেকে বন্দরে চাকরি দেয়ার কথা বলে বিভিন্ন দফায় ১৫ লাখ টাকা আত্মসাত করে সেকান্দার আলী। আবুল কাশেমের দেয়া অভিযোগের ভিত্তিতে প্রতারক সেকান্দর আলীকে গ্রেপ্তার করা হয়েছে।
এএস/কেএস