s alam cement
আক্রান্ত
১০২৪১৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩৩১

চট্টগ্রামে আগ্রহী ‘গতি দানব’ শোয়েব ও শন টেইট, ‘ঘরের ছেলে’ তামিম কুমিল্লায়

বিপিএলের অষ্টম আসর

0

এক বছর বিরতি দিয়ে ফের মাঠে গড়াচ্ছে বিপিএলের অষ্টম আসর। সবকিছু ঠিক থাকলে আগামী ২০ জানুয়ারি মাঠে গড়াবে দেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর।

এরই মধ্যে ৮ দল বিপিএলের ফ্র্যাঞ্চাইজি হতে আবেদন করেছে। সেখান থেকে ৬টি দল বাছাই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখনও দলের তালিকা চূড়ান্ত করে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিসিবি। তবে জানা গেছে কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশালের ফ্র্যাঞ্চাইজিরা এরই মধ্যে দল গোছাতে শুরু করেছে।

চট্টগ্রাম ইতিমধ্যে দল গোছানো শুরু করেছে। এরই মধ্যে প্রধান কোচ হিসেবে পল নিক্সনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এছাড়াও বোলিং কোচ হিসেবে চট্টগ্রামে আসতে পারেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার শন টেইট। দেখা যেতে পারে সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতারকেও।

চট্টগ্রামে আগ্রহী ‘গতি দানব’ শোয়েব ও শন টেইট, ‘ঘরের ছেলে’ তামিম কুমিল্লায় 1

চট্টগ্রাম দলের একটি সূত্র জানিয়েছে, তারা কোচ হিসেবে ইতিমধ্যে পল নিক্সনের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও বোলিং কোচ হিসেবে আলোচনা চলছে শন টেইটের সঙ্গে। আমরা শোয়েব আখতারের সঙ্গেও যোগাযোগ করেছি। তিনিও চট্টগ্রামের হয়ে কাজ করতে আগ্রহী।

চট্টগ্রামের ওই কর্মকর্তা জানান, ‘আসলে আমরা কাজ শুরু করলেও অপেক্ষা করছি বিসিবির চূড়ান্ত চিঠির। আর দল গোছানোর বিষয়গুলো এখনও পুরোপুরি হয়ে ওঠেনি।’

এছাড়াও বিসিবির সাবেক সভাপতি আহম মোস্তফা কামালের কন্যা নাফিসা কামালের দল কুমিল্লা ভিক্টোরিয়ানসও নিজেদের প্রস্তুতি শুরু করেছে। গুঞ্জন রয়েছে কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও আইকন ক্রিকেটার হিসেবে চট্টগ্রামের ছেলে তামিম ইকবালকে নিশ্চিত করেছে তারা।

অন্যদিকে বরিশাল এরই মধ্যে আইকন ক্রিকেটার হিসেবে দলে টেনেছে দেশের টি-টোয়েন্টির মহাতারকা সাকিব আল হাসানকে। তার সঙ্গে দলটির কোচ হচ্ছেন বিসিবি পরিচালক ও জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

বিপিএলের প্রথম দুই আসরে (২০১২ ও ২০১৩) সাকিব আল হাসান খুলনা রয়েল বেঙ্গলস ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের জার্সিতে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। পরের তিন আসরেও সাকিবই ছিলেন তার দলের প্রাণভোমরা। ষষ্ঠ আসরে এসে ঢাকা ডায়নামাইটসের জার্সিতে সিংহাসন পুনরুদ্ধার হয় তার। তৃতীয়বারের মতো হন বিপিএল-সেরা। কিন্তু সব শেষ ২০১৯ এর আসরে নিষেধাজ্ঞা থাকায় তার নামই ওঠেনি ড্রাফটে। তবে নিষেধাজ্ঞা না থাকলে তার ঢাকাতে খেলার কথাও ছিল না। তিনি নাম লিখিয়েছিলেন রংপুর রাইডার্সে।

তবে এবার ৮ম আসরে রংপুর ফ্র্যাঞ্চাইজি বসুন্ধরা গ্রুপ ও ঢাকার বেক্সিমকো গ্রুপ অংশ নিচ্ছে না। যে কারণে সাকিবকে বরিশালই দলে টেনেছে। শুধু তাই নয় ঢাকা ডায়নামাইটসের নিয়মিত কোচ খালেদ মাহমুদ সুজনও এই কারণেই বরিশালে যাচ্ছেন বলে জানা গেছে।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm