চট্টগ্রামে আবারও লাফিয়ে বাড়ছে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫৩ জন। তবে এসময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট সংক্রমণ বেড়ে এক লাখ দুই হাজার ৭৬৯ জন এবং মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩৩২ জনে।
বুধবার (৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৫৮১ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার দাঁড়ায় প্রায় তিন দশমিক ৩৫ শতাংশে। আবার শনাক্তদের মধ্যে ৪৯ জন নগরের এবং চারজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে আটজন, অ্যান্টিজেন টেস্টে চারজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে দুজন, শেভরন হাসপাতাল ল্যাবে ২১ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে নয়জন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে দুজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে তিনজন এবং মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এর আগে নতুন বছরের প্রথম দিন গত শনিবার (১ জানুয়ারি) চট্টগ্রামে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৯ জন। এরপর রোববার ১৬ জন, সোমবার ২৩ জন এবং সবশেষ গতকাল মঙ্গলবার নগরীতে আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৩৫ জন।
এমএহক