দাম বাড়িয়ে মূল্যহ্রাস, জরিমানা গুণলো আর্টিজান

মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি: ফার্মভিলে, তাবা, লেজেটলিকেও জরিমানা

0

পোলো শার্টের গায়ে দাম সাঁটানো ১০৯৫ টাকা। সেটিকে ডেকে দিয়ে সাঁটানো হলো নতুন স্টিকার, দাম ১২৯৫ টাকা। ২০০ টাকা দাম বাড়িয়ে আবার দেয়া হলো মূল্যহ্রাস। ক্রেতাদের ঠকাতে এমন প্রতারণা ব্র্যান্ড শপ আর্টিজানের। অভিযানে গিয়ে মূল্য ঘষে মেজে নতুন দাম লাগিয়ে পণ্য বিক্রির অপরাধে ব্র্যান্ড শপ আর্টিজানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

শুধু আর্টিজান নয়, এমন প্রতারণা আরও অনেক প্রতিষ্ঠানের। অভিযোগ পেয়ে অভিযানে নেমে সুপার শপ ফার্মভিলে, তাবা রেস্টুরেন্ট, লেজেটলি রেস্টুরেন্ট ও মাহমুদা ফার্মেসিকে মোট ২ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) চট্টগ্রামের খুলশী ও চকবাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দধি, রসমলাই ও মিষ্টান্ন পণ্যের মেয়াদ শেষের পর স্টিকার তুলে নতুন মেয়াদ সংবলিত স্টিকার ব্যবহারের দায়ে ফার্মভিলে সুপার শপ ও বেকারিকে মেয়াদোত্তীর্ণ ১ লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে খাবার বিক্রি ও খাবারে অননুমোদিত উপকরণ ব্যবহারের দায়ে তাবা রেস্টুরেন্টকে ৬০ হাজার টাকা, লেজেটলি রেস্টুরেন্টকে খাবারে অননুমোদিত ও মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহারের দায়ে ৪০ হাজার টাকা, আর্টিজান’কে জামার গায়ে প্রদত্ত মূল্য ঘষে নতুন বেশি মূল্য সংযোজন করে ডিসকাউন্ট প্রদানের দায়ে ৪০ হাজার টাকা এবং মাহমুদা ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক নাসরিন আক্তার, মো. আনিছুর রহমান ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. দিদার হোসেন অভিযানে অংশ নেন। চট্টগ্রাম এপিবিএন-৯ এর সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।

সহকারী পরিচালক মো. দিদার হোসেন চট্টগ্রাম প্রতিদিনকে জানান, আমরা বিভিন্ন সময়ে অভিযোগ পাচ্ছিলাম। কিছু সুপার শপ ও দোকান বিএসটিআইয়ের অনুমোদিত পণ্যমূল্য ঘষে নতুন দাম লাগিয়ে পণ্য বিক্রি করে আসছিল। অভিযানে গিয়ে এর সতত্যা পাই। পরে কয়েকটি প্রতিষ্ঠানকে আমরা জরিমানা করি।

আইএমই/কেএস

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm