টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামে পঞ্চাশের উপরই থাকলো করোনা শনাক্ত। একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যুও হয়েছে চট্টগ্রামে। এর আগে গত বছরের ১৪ ডিসেম্বর করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। শনাক্তদের মধ্যে ৪৮ জন নগরের এবং পাঁচজন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
এ নিয়ে চট্টগ্রামে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৮২২ জনে। এর মধ্যে নগর এলাকার ৭৪ হাজার ৪৩০ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৩৯২ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৭৫০ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের দেহে করোনা শনাক্ত হন। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার প্রায় তিন দশমিক শূন্য দুই শতাংশ।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে একজন, ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ১৭ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে দুজন, চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি ল্যাবে দুজন, অ্যান্টিজেন টেস্টে চারজন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে নয়জন, শেভরন হাসপাতাল ল্যাবে চারজন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে পাঁচজন, মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে সাতজন এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।
এমএহক