s alam cement
আক্রান্ত
৯৮৭২৪
সুস্থ
৬৮৯৩৯
মৃত্যু
১২১১

চট্টগ্রামে আসছে মুন্সিগঞ্জের ভয়ংকর চন্দ্রবোড়া

টিভিতে দেখা কৌশলে বিষধর সাপ ধরলো কিশোর

0

টেলিভিশনে দেখা কৌশল কাজে লাগিয়ে ভয়ংকর বিষধর সাপ চন্দ্রবোড়া (রাসেল ভাইপার) বন্দি করেছে এক কিশোর। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে এ ঘটনা ঘটলেও এখন এই বিষধর চন্দ্রবোড়াকে নিয়ে আসা হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে।

চট্টগ্রাম মেডিকেল কলেজে রয়েছে দেশের একমাত্র সাপের অত্যাধুনিক গবেষণাগার। এই গবেষণা কেন্দ্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী নানা প্রজাতির সাপ পালনের পাশাপাশি বিষ সংগ্রহ করা হয়ে থাকে।

জানা গেছে, শুক্রবার (২৭ আগস্ট) বিকেলে উপজেলার হাসাইল বাজার মাছঘাট এলাকায় পদ্মা নদীর শাখা পয়েন্টে সাপটি বন্দি করে কিশোর আলভী। ন্যাশনাল জিওগ্রাফিক ও ডিসকভারি চ্যানেল দেখে আলভী সাপ ধরার কৌশল শেখে। চন্দ্রবোড়া সাপটিকে নদীতে ভেসে আসতে দেখেই সে কৌশল খাটিয়ে বন্দি করে। পরে সেটিকে প্লাস্টিকের একটি জারে রাখা হয়।

শনিবার (২৮ আগস্ট) দুপুরে জেলা বনবিভাগের কাছে সাপটি হস্তান্তর করা হয়।

টঙ্গীবাড়ী উপজেলা বন বিভাগের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, সাপটি দুই ফুট লম্বা। এটি চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে পাঠানো হবে, ভেনাম তৈরির কাজে।

ওই এলাকায় মাসখানেক আগেও একটি বড় চন্দ্রবোড়া ধরা হয়েছিল। পরে স্থানীয়রা পিটিয়ে সাপটি মেরে ফেলে।

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm