চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার শেষদিনে একটি স্টল থেকে ৫ লাখ টাকা ছিনতাই হয়েছে বলে মৌখিক অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। রোববার (২ জানুয়ারি) বেলা ১২টার দিকে মেলা কমিটির স্বেচ্ছাসেবকদের সাথে স্থানীয় কাজীপাড়ার কিছু বখাটে যুবকের মারামারির ঘটনা ঘটে।
জানা যায়, একটি স্টলে চাঁদা দাবিকে কেন্দ্র করে মেলা কমিটির ভলান্টিয়ার ও স্থানীয় কিছু যুবকের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের মধ্যে মারামারি লেগে যায়। শুরু হয় দফায় দফায় মারামারি। এ সময় যুবকেরা জয়বাংলা স্টোর (২৩৩ নম্বর স্টল) থেকে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।
বিষয়টি মেলা কমিটিকে জানানো হয়েছে। ঘটনার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে ঘটনাস্থলে।
মাসব্যাপী মেলার আনুষ্ঠানিকভাবে গত শুক্রবার (৩১ ডিসেম্বর) শেষ হওয়ার কথা থাকলেও মেলায় আসা স্টল মালিকদের মালামাল ও জিনিসপত্র সরিয়ে নিতে বাড়তি একদিন সময় দেওয়া হয়। রোববার সকাল থেকে স্টল মালিকরা মালামাল সরিয়ে নেওয়ার কাজ শুরু করে।
ব্যবসায়ীদের অভিযোগ, মুক্তিযুদ্ধের বিজয় মেলার শেষদিকে এসে স্থানীয় কিছু যুবক চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে রাজি না হলে তারা আমাদের ওপর ক্ষেপে যায়। আজকে আমরা মালামাল সরিয়ে নিতে গেলে স্থানীয় কিছু যুবক মারামারির ঘটনা ঘটায়। মারামারির একপর্যায়ে তারা জয়বাংলা স্টোর থেকে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়।
এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম বলেন, গতকাল (শনিবার) মেলা শেষ হয়ে যাওয়ার কথা থাকলেও কিন্তু তা শেষ হয়নি। মেলায় সকাল থেকে তিন দফা মারামারি হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু টাকা ছিনতাইয়ের বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। আসলে বিষয়টি আমরা তদন্ত করে দেখব কে বা কারা জড়িত।
আরএ/কেএস