ঈদে রেলের টিকিট নিয়ে কালোবাজারিদের দৌরাত্ম্যে বেড়েই চলেছে। দালালদের পাশাপাশি এবার জেলা রেলওয়ে পুলিশের (জিআরপি) কিছু অসাধু সদস্যের বিরুদ্ধেও উঠেছে টিকিট কালোবাজারির অভিযোগ।
চট্টগ্রামের রেলওয়ে কাউন্টারের সামনেই চড়া দামে টিকিট বিক্রি করতে দেখা গেছে জিআরপি পুলিশের কনস্টেবল কালামকে। অন্তত ১৫ থেকে ২০টি টিকিট ৩০০ থেকে ৫০০ টাকা বাড়তি মূল্যে বিক্রি করেন তিনি। টিকিট বিক্রির একটি ভিডিও ফুটেজ চট্টগ্রাম প্রতিদিনের হাতে এসেছে।
ভিডিও ফুটেজে দেখা যায়, লাল চেক শার্ট পরিহিত কনস্টেবল কালাম রফিকুল হক নামের এক ব্যক্তির কাছ থেকে টিকিটপ্রতি ৩০০ টাকা বাড়তি নিয়ে বিক্রি করছেন।
রোববার (১ মে) চট্টগ্রাম রেল স্টেশনে দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত সরেজমিন দেখা যায়, জিআরপি পুলিশ কনস্টেবল কালাম (৩৮) প্লাটফর্মে চড়া মূল্যে টিকিট বিক্রি করছেন যাত্রীদের কাছে। আজিজ নামের পুলিশের এক নায়েক তাকে সহযোগিতা করছেন।
এ সময় টিকিট কোথায় পেলেন জানতে চাইলে কালাম প্রথমে এ প্রতিবেদকের পরিচয় জানতে চান। পরিচয় পেয়ে তিনি বলেন, ‘আমি টিকিট ফেরত দিচ্ছি।’
টিকিটপ্রতি ৩০০ থেকে ৫০০ টাকা বেশি কেন নিচ্ছেন জানতে চাইলে কালাম দ্রুত সটকে পড়েন।
কালামের বিষয়ে জানতে চাইলে স্টেশন জিআরপি থানার দায়িত্বরত ডিউটি অফিসার এএসআই জাহিদ বলেন, ‘কনস্টেবল কালাম আমাদের সিপাহী। তিনি ডিউটিতে আছেন। তবে কালাম সাদা পোশাকে কেন দায়িত্ব পালন করছেন জানতে চাইলে কোনো উত্তর দেননি তিনি।
টিকিট কালোবাজারির বিষয়ে জানতে চাইলে রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন বলেন, ‘কালামকে দিয়ে আমরা টিকিট করাই। হয়তো ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার জন্য সে টিকিট নিয়েছে।’
ভিডিও ফুটেজের কথা বললে ওসি বলেন, ‘ভিডিও ফুটেজ আমাকে হোয়াটসঅ্যাপে দেন। দেখে ব্যবস্থা নেবো।’
চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের এসপি হাসান চৌধুরী বলেন, ‘টিকিট কালোবাজারির বিষয়ে আমাদের জিরো টলারেন্স।’
এরপর ভিডিও ফুটেজ কথা বললে হাসান চৌধুরী এ বিষয়ে তদন্তপূর্বক দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান।
ডিজে