চট্টগ্রামে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, কাপড়ের দোকানে হয়েছিল পরিচয়

0

চট্টগ্রামে কাপড়ের দোকানের কর্মচারী কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ধর্ষণ করে এক স্কুলছাত্রীকে। হতাশায় বেশ কিছুদিন এই ঘটনা গোপন রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বিষয়টি ওই স্কুলছাত্রীর পরিবার জানার পর প্রতারক সেই প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম আমিরাবাদ গ্রামের আবুল কাশেমের ছেলে একটি কাপড়ের দোকানের এমরান হোসেন শামীম (২২)। তার দোকানে আট মাস আগে কাপড় কিনতে গিয়ে পরিচয় হয় উপজেলার মুরাদপুর গ্রামের দশম শ্রেণির এক ছাত্রীর।

এরপর তাদের মধ্যে মোবাইলে কথোপকথন থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক।

এই সূত্রে গত ১৬ ডিসেম্বর বিকেলে ছাত্রীটি সীতাকুণ্ড বাজারে এলে শামীম তাকে ফুঁসলিয়ে রেলস্টেশন এলাকার ইসমাইলের ভাড়া বাসার একটি কক্ষে নিয়ে জোর করে ধর্ষণ করেন।

এদিকে এই ঘটনার পর থেকে মেয়েটি নিজ বাড়িতে গিয়ে মনমরা হয়ে থাকায় সম্প্রতি বিষয়টি লক্ষ করেন তার মা। এর একপর্যায়ে তিনি তাকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ছাত্রী সব ঘটনা খুলে বলে।

এরপর রোববার (২ জানুয়ারি) রাতে ওই ছাত্রীর বাবা বাদি হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ওই ধর্ষককে গ্রেপ্তার করে। সোমবার (৩ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তার শামীমকে আদালতে পাঠানো হয়।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm