চট্টগ্রাম থেকে নিখোঁজ হওয়া পেশাজীবি অধিকার পরিষদের সেই নেতাকে ভোরে রাজধানী ঢাকার রমনা পার্ক এলাকায় অচেতন অবস্থায় উদ্ধার করার কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
অচেতন অবস্থায় উদ্ধার হওয়া জাহিদুল আলমের শরীরে প্রচুর আঘাতের চিহ্ন রয়েছে জানিয়ে নুরুল হক নূর বলেন, ‘তার মুখ সিগারেটের আগুন দিয়ে পুড়ে দেওয়া হয়েছে। তার অবস্থা অনেক খারাপ। রাতভর তার উপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে।’
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে চট্টগ্রামের খুলশী এলাকা থেকে পেশাজীবি পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জাহিদুল আলম (৩০) নিখোঁজ হন।
‘ব্যবসায়িক কাজে’ নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রাম আসেন জাহিদুল আলম। নিখোঁজ হওয়ার আগে জাহিদুল আলম তার পরিবারের সদস্যদের জানিয়েছিলেন কেউ একজন তাকে অনুসরণ করছেন।
জাহিদুল ইসলাম নিখোঁজ হওয়ার আগে তার এক শুভাকাঙ্ক্ষীর কাছে অস্পষ্ট একটি ছবি পাঠিয়েছেন জানিয়ে নূর বলেন, ‘তিনি সর্বশেষ একজনকে একটি ছবি পাঠিয়েছেন। যেখানে একটা গাড়ির সামনের অংশ দেখা যাচ্ছে। আর তাতে পুলিশের স্টিকার লাগানো। এই কারণে আমরা ধারণা করছি পুলিশই তাকে আটক করেছে। যদিও আমি পুলিশের বিভিন্ন জায়গায় খবর নিয়েছি। তারা বলেছে এই নামে তারা কাউকে গ্রেপ্তার করেনি।’
রাতেই এই বিষয়ে সংবাদ প্রকাশ করে চট্টগ্রাম প্রতিদিন। এর কয়েক ঘণ্টা পরই ভোর ছয়টার দিকে সাদা পোশাকের অপহরণকারীরা জাহিদুল আলমকে রমনা পার্ক এলাকায় ফেলে রেখে যায় বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের নেতারা।
এআরটি/এমএফও