প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাত্র ১৩ বছরে দেশকে উন্নতির শিখরে নিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী (এমপি)।
বুধবার (২৬ জানুয়ারি) আইআইইউসি cybercon ২০২২ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের তিনি এ সময় বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে তথ্যপ্রযুক্তি খাতের দক্ষ মানবসম্পদ উন্নয়নে দিকে জোর দিয়েছে সরকার।বিভিন্ন অবকাঠামোগত ইতোমধ্যে নির্মাণ হয়েছে। তথ্যপ্রযুক্তির ব্যবহারে বাংলাদেশের উন্নতির এখন প্রশংসা বিশ্বজোড়া।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও মাননীয় প্রধানমন্ত্রীর যোগাযোগপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে তথ্যপ্রযুক্তির এই অগ্রযাত্রার সেনাপতি৷ তাঁর নেতৃত্বেই বাংলাদেশ কিছুদিনের মধ্যেই ডিজিটাল রাষ্ট্রের মাইলফলক অতিক্রম করবে।
তিনি আরও বলেন, তথ্যপ্রযুক্তি খাতে যে পরিবর্তন এসেছে এ জন্য তরুণরাও ভূমিকা রেখেছে। সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি তরুণদের নানা উদ্যোগ আর প্রচেষ্টায় এই অগ্রগতি সাধন হয়েছে।
সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাংসদ আবু রেজা নদভী বলেন, ইসলাম একটি বিজ্ঞানসম্মত জীবন ব্যবস্থা। বড় বড় বিজ্ঞানী মুসলমান ছিলেন। পবিত্র কোরানে মানুষকে গবেষণার কথা বলা হয়েছে। ইনসানের মধ্যে কি কি আছে তা গবেষণার বিষয়। কোরানেই তা বলা হয়েছে। তবে আমরা যতই গবেষণা করি না কেন ইমানের জ্ঞান না থাকলে কোনো ফায়দা নেই।
তিনি বলেন, জ্ঞানের পাশাপাশি সুন্দর চরিত্রের অধিকারী হতে হবে। আমাদের নবীর পথ অনুসরণ করে সুন্দর চরিত্র গঠন করতে হবে। প্রত্যেক মানুষকে তার নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। এটা হাদিসের কথা।
আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সততা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীর বুকে। মাত্র ১৩ বছরে বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে গেছেন৷ আজকে বিশ্বের বুকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপ উপাচার্য প্রফেসর ড. মছরুরুল মওলা, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ হুমায়ুন কবির, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আখতার সাঈদ, ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. শামীমুল হক চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহযোগী অধ্যাপক ড. শহিদুল ইসলাম খান।