চট্টগ্রামে ১০ আসনে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য হতে নির্বাচন করছেন মহিউদ্দিন বাচ্চু। আর তাকে জয়ী করতে মাঠে প্রচারণা দৌঁড়ে আছেন আরও দুই বাচ্চু। বলতে গেলে, নৌকার জয়ের জন্য লড়ছেন তিন বাচ্চু।
মহিউদ্দিন বাচ্চুকে চট্টগ্রামে সবাই যুবলীগের বাচ্চু হিসেবেই চেনেন। তবে অপর দু’জনের একজন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, যিনি বড় বাচ্চু হিসেবেও পরিচিত। আর অপরজন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য ও এমইএস কলেজের জিএস আরশাদুল আলম বাচ্চু।
প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুুও নির্বাচনী প্রচারণার মাঠে ছিলেন।
আরশাদুল আলম বাচ্চু চট্টগ্রাম নগরীর ১২ নম্বর সরাইপাড়া ওয়ার্ড এবং ১৪ নম্বর লালখানবাজার ওয়ার্ডে গণসংযোগে করেছেন।
চট্টগ্রাম-১০ আসনের ভোটাররা জানান, এসব প্রচারণায় দুই বাচ্চুর অনুসারীদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো।
কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সদস্য আরশাদুল আলম বাচ্চু বলেন, ‘নৌকা জিতলে, শেখা হাসিনা জিতবে। এই নৌকার বিজয় নিশ্চিত করতে নির্বাচন ও সাধারণ সময়ে আমরা সব সময় মাঠে প্রস্তুত ছিলাম, আছি, থাকবো। ভোটাররা নৌকায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন।’
সাধারণ মানুষকে ভোট দিতে আহ্বান জানিয়ে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু বলেন, ‘আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি। ৩০ জুলাই ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নৌকাকে জয়যুক্ত করবেন এটাই আমার প্রত্যাশা। দল থেকে প্রার্থী দিয়েছে, কর্মী হিসেবে আমরা মাঠে কাজ করছি। এটাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য।’
ডিজে