চট্টগ্রামে ‘ভাষারক্ষা’র অভিযানে ৮ প্রতিষ্ঠানের ২৭ হাজার টাকা জরিমানা

0

সাইনবোর্ডে বাংলা না লেখা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অব্যাহত আছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অভিযান। সেইসঙ্গে ফুটপাতে ব্যবসার দায়ে দোকানদারদেরও করা হচ্ছে জরিমানা।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর জিইসি মোড়, দামপাড়া ওয়াসা মোড়, লালদীঘি পাড় ও ধনিয়ালাপাড়া থেকে কদমতলী পর্যন্ত পৃথক অভিযান পরিচালনা করেছেন চসিকের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে সাইনবোর্ডে বাংলা লেখা না থাকায় ৮ প্রতিষ্ঠান জরিমানা গুণেছে ২৭ হাজার টাকা। এছাড়া ফুটপাতে দোকান বসানোর দায়ে ছয় দোকানদারকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে সাইনবোর্ডে বাংলা না লেখায় জিইসি মোড়ের ইল্লিয়নাকে ১০ হাজার, ডালাস ফার্নিশিং ফেব্রিক্সকে ৫ হাজার, গ্রামসিকোকে ২ হাজার, আর্চিসকে গ্যালারিকে ১ হাজার টাকা এবং ওয়াসা মোড়ের চা-টাইমকে ৫ হাজার, লালদীঘি পাড়ে বাটা শো রুমকে ২ হাজার, অব্রান্ডকে ১ হাজার ও এন্টিককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া চসিক স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজনের নেতৃত্বে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসা করা দায়ে নগরীর ধনিয়ালাপাড়া থেকে কদমতলী পর্যন্ত ৬ দোকানদারকে মামলা দেওয়া হয়। একইসঙ্গে তাদের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

আইএমই/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm