মাদক মামলায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা মো. হোসেন (৫৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পূর্ব গহিরার আবুল হোসেনের ছেলে।
বুধবার (১৪ এপ্রিল) বিকেলে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে জানান কারা কর্তৃপক্ষ।
জানা গেছে, সকালে হঠাৎ বুকে হাত দিয়ে বসে পড়েন মোহাম্মদ হোসেন। এসময় কারারক্ষীরা প্রথমে কারাগারের ডাক্তার দেখান। পরে চট্টগ্রাম মেডিকেল (চমেক) কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম কারাগারের জেল সুপার দেওয়ান মো. তরিকুল ইসলাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সকালে স্টোকের মতো হয়েছে মোহাম্মদ হোসেনের। পরে চমেক হাসপাতালে নিলে ডাক্তাররা মৃত তাকে ঘোষণা করেন। বিকেলে পোস্টমর্টেম শেষে পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। স্টোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে ধারণা করছি।
এএস/এসএ