করোনা সংক্রমণ রোধে শুরু হয়েছে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন। প্রথমদিনে লকডাউন বাস্তবায়নে দিনভর মাঠে ছিলেন জেলা প্রশাসনের ৭ নির্বাহী ম্যাজিস্ট্রেট। নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নানা অপরােধ ৩৩টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৪ এপ্রিল) দিনভর এ অভিযান পরিচালিত হয়।
নগরীর পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১৩টি মামলায় ৫ হাজার ১৩০ টাকা জরিমানা করা হয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিল্লুর রহমান।
এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমানের নেতৃত্বে নগরীর কোতোয়ালী সদরঘাট ও ডবলমুরিং থানা এলাকায় অভিযান চালিয়ে ৩টি মামলায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসানের নেতৃত্বে পতেঙ্গা ইপিজেড ও বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৩টি মামলায় ৩ হাজার ৭০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাতের নেতৃত্বে নগরীর কোতোয়ালী সদরঘাট ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ৫টি মামলায় ১ হাজার ৫০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে নগরের পাহাড়তলী হালিশহর ও আকবরশাহ এলাকায় ৩টি মামলায় ১ হাজার ২০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩টি মামলায় ২ হাজার ৫০০ টাকা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে নগরীর পাহাড়তলী হালিশহর ও আকবরশাহ এলাকায় অভিযান চালিয়ে ৩টি মামলায় ১ হাজার টাকা জরিমানাসহ মোট ৩৩ মামলায় ১৯ হাজার ১৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সিএম/এসএ