চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে ১৫৭টি ইয়াবা ও দুই বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার (৭ ফেব্রুয়ারী) সাড়ে ১১টায় কাস্টমসের দ্বিতীয়তলার পশ্চিম দিকের বারান্দায় পড়ে থাকা বস্তার মধ্যে এসব ইয়াবা ও ফেন্সিডিল পাওয়া যায়।
জানা গেছে, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কাস্টমস কতৃপক্ষ এসব ফেন্সিডিল ও ইয়াবা উদ্ধার করেন।
চট্টগ্রাম নগর পুলিশের বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘কাস্টমস হাউস থেকে পরিত্যক্ত অবস্থায় মাদকগুলো পাওয়া গেছে। যা পরে থানায় বুঝিয়ে দেওয়া হয়েছে।’
এএস/এমএফও