s alam cement
আক্রান্ত
৫১৩৯০
সুস্থ
৩৭২৭৭
মৃত্যু
৫৬৮

চট্টগ্রাম চেম্বারের আবারও সভাপতি মাহবুবুল আলম

0

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র পঞ্চমবারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুবুল আলম।

মঙ্গলবার (১১ মে) চট্টগ্রাম আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সংঠনটির নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান নুরুন নেওয়াজ সেলিমের তত্ত্বাবধানে ও নবনির্বাচিত পরিচালক একেএম আক্তার হোসেনের সভাপতিত্বে চেম্বার প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সদ্য বিদায়ী সহ-সভাপতি সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্যাসিফিক জিন্সের সৈয়দ মোহাম্মদ তানভির।

গত রোববার (৯ মে) ছিল চট্টগ্রাম চেম্বারের নির্বাচনী তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন ২৪ পরিচালক পদের বিপরীতে মাত্র ২৪টি মনোনয়নপত্র জমা পড়ে।

দেশের দ্বিতীয় বৃহত্তম এ বাণিজ্য সংগঠন পরিচালনা করেন ৪ ক্যাটাগরির ২৪ জন পরিচালক। এর মধ্যে অর্ডিনারি গ্রুপের ১২ জন, অ্যাসোসিয়েট ক্লাসের ৬ জন, টাউন অ্যাসোসিয়েশন গ্রুপের ৩ জন এবং ট্রেড গ্রুপের ৩ জন পরিচালক।

এদের মধ্যে থেকে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন সহ-সভাপতির সমন্বয়ে নির্বাচিত হয় চেম্বার প্রেসিডিয়াম।

Din Mohammed Convention Hall

যাচাই-বাছাইয়ের পর নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়। ফলে প্রতিটি পদের বিপরীতে প্রার্থীর সংখ্যা সমান হওয়ায় ২৪ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নব নির্বাচিত পরিচালকরা সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করেন।

এএস/এমএফও

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm