চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০০ শিক্ষার্থীর কাছে শিক্ষা অনুদান পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় এবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ।
সংগঠনের পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াসের উদ্যোগে এ শিক্ষা অনুদান বিতরণ করা হয়।
এ বিষয়ে মো. ইলিয়াস চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘করোনার কারণে বিশ্ববিদ্যালয়ের নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থীদের মধ্যে যারা টিউশন করে নিজেরা চলতো এবং পরিবারকে সহযোগিতা করতো তারা এখন তা পারছে না। এ কারণে গত ঈদের মত এবারও আমরা সেরক ১০০ শিক্ষার্থীর তালিকা করে শিক্ষা অনুদান দিয়েছি তাদের।’
তিনি আরও বলেন, ‘শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্দেশে ছাত্রলীগ এই সংকটে শিক্ষার্থীদের পাশে আছে। ছাত্রলীগের মধ্যে যেসব নেতাকর্মী অস্বচ্ছল তাদেরও আমরা সহযোগিতার চেষ্টা করেছি। আমরা সর্বনিম্ন দুই হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত শিক্ষা অনুদান দিয়েছি।’