চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শতভাগ শিক্ষার্থী টিকার আওতায় আসলেই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম প্রতিদিনকে তিনি এই তথ্য জানান।
প্রফেসর বেনু কুমার দে বলেন, ‘সব শিক্ষার্থী টিকার আওতায় না আসলে আমরা বিশ্ববিদ্যালয় খুলতে পারবো না। আমরা সব বিভাগ থেকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার তথ্য চেয়েছি। সোমবার (৬ সেপ্টেম্বর) আমরা এই তথ্য হাতে পাবো। এরপর আমরা কম্পেয়ার করে শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেবো। যাদের এনআইডি নাই, তাদের যেন দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়, তার জন্য রিকোয়েস্ট করবো।’
প্রসঙ্গত, চাঁদপুরে এক অনুষ্ঠানে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ১২ সেপ্টেম্বর থেকে খোলা যাবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এ সময় তিনি বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে বলেন, বিশ্ববিদ্যালয় খোলার তারিখ নির্ধারণ করেছিলাম অক্টোবরের মাঝামাঝি। তাদের (সিন্ডিকেট ও অ্যাকাডেমিক কাউন্সিল) সঙ্গে কথা বলবো। তারা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যদি খুলতে চান খুলবেন, কিংবা যদি ভিন্ন তারিখ নির্ধারণ করেন করবেন, সেটা তাদের বিষয়।
এর আগে গত ২৭ আগস্ট থেকে শিক্ষার্থীদের টিকা গ্রহণের তালিকা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে ২৯ আগস্ট পর্যন্ত তালিকা প্রস্তুতির সময় থাকলেও অর্ধেকেরও বেশি শিক্ষার্থী তথ্য না দেয়ায় আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।
এমআইটি/সিপি