চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্বায়ত্তশাসনের নামে পছন্দের শাসন চলছে বলে অভিযোগ করেছেন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি ড. মোহাম্মদ মঞ্জুর-উল-আমিন চৌধুরী।
শনিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট সভাকক্ষে বাজেটের ওপর সরাসরি আলোচনায় অংশ নিয়ে তিনি এই অভিযোগ করেন।
বাজেট আলোচনায় মঞ্জুর-উল-আমিন চৌধুরী বলেন, এটা শুনতে খারাপ লাগলে সত্য যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বায়ত্তশাসনের নামে পছন্দের শাসন চলছে। অধ্যাদেশ অনুযায়ী প্রতি তিন বছর পর হওয়ার কথা রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন। কিন্তু দীর্ঘসময় ধরে এই নির্বাচন দেয়া হচ্ছে না। প্রতিবারই আমি নির্বাচনের কথা বলি, কিন্তু কার্যকর কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্তদের ভারে ভারাক্রান্ত। আমরা ভারপ্রাপ্তের পদগুলো ভারমুক্ত দেখতে চাই।
এই অভিযোগের জবাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেন, একটা রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন দিতে অন্তত ৬ মাস প্রস্তুতির জন্য লাগে। এটা আমরা বিবেচনা করবো।