চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে আদনান শিকদার নামের এক দালালকে আটক করেছে পুলিশ।
আটক আদনান শিকদার (২২) পাঁচলাইশ এলাকার ইউসুফ শিকদারের ছেলে।
সোমবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় তাকে আটক করে বিকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক।
নুরুল আলম আশেক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘সোমবার সকাল থেকেই আদনান শিকদার নামের ওই যুবক সন্দেহজনকভাবে জরুরি বিভাগে ঘোরাঘুরি করছিল। পরে জানা গেছে, সে পূর্ব গেট এলাকার এক ফার্মেসির দালাল হিসেবে কাজ করে। রোগীদের নিয়ে গিয়ে সেখান থেকে ওষুধ কিনতে বাধ্য করে।’
তিনি আরও বলেন, ‘প্রতি স্লিপে আদনান ১০০ টাকা করে পায় বলে জানিয়েছে। সোমবার সকালে আটকের পর বিকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।’
আইএমই/ডিজে