চট্টগ্রাম মেডিকেলে পড়ে আছে ২৪ লাখ টাকা দামের লাশ রাখার ফ্রিজার

0

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) পেছনে খোলা জায়গায় অবহেলায় পড়ে আছে লাশ রাখার দুটো ফ্রিজার। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে প্রায় ২৪ লাখ টাকা দামের ফ্রিজারগুলো।

জানা যায়, বিএম ডিপোতে বিস্ফোরণে আগুনে পোড়া লাশগুলো এনে হাসপাতালের ওসিসির লাশঘরে রাখা হয়েছিল। লাশের গন্ধে ব্যাহত হচ্ছিল রোগীসেবার কাজ। এ সমস্যার সুরাহা করতে কেন্দ্রীয় ওষুধাগার থেকে এসব লাশ রাখার ফ্রিজার পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেলে। কিন্তু সেগুলো আনার পরপরই সব লাশ পাঠানো হয় মর্গে। মর্গ থেকে স্বজনরা লাশ নিয়ে যায়। শেষে এসব ফ্রিজারের জায়গা হয় ওসিসির পেছনে খোলা জায়গায়।

একটা ফ্রিজারে ৪টি করে লাশ রাখা যায়। এগুলো একটির বাজারমূল্য ১০ থেকে ১২ লাখ টাকা।

সরেজমিন গিয়ে দেখা যায়, ফ্রিজার দুটো পড়ে আছে ওসিসির বাইরে। কয়েকদিন আগে মুষলধারে টানা বৃষ্টিতে ফ্রিজারগুলো ভিজেছে। বৃষ্টি থেকে রক্ষা পেতে ওপরে পলিথিন দেওয়া হলেও তাতে পুরো ফ্রিজার আবৃত হয়নি। এখন রোদে পুড়ছে এসব ফ্রিজারগুলো।

চট্টগ্রাম মেডিকেলের উপপরিচালক ডা. অং সুই প্রু মারমা চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘বিএম ডিপোর বিস্ফোরণে আগুনে পোড়া লাশগুলো সংরক্ষণের জন্য সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) থেকে দুটো ফ্রিজার আনা হয়েছিল। কিন্তু সেগুলো ওসিসির লাশঘরে বসানোর কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। তাই তখন লাগানো সম্ভব হয়নি।’

Yakub Group

তিনি আরও বলেন, ‘গণপূর্তের সঙ্গে কথা বলেছি। তারা খুব তাড়াতাড়ি ইন্সট্রলেশন করে দেবে। তখন ফ্রিজার দুটোতে লাশ রাখা হবে।’

বিস্ফোরণে নিহতদের লাশ সংরক্ষণ চ্যালেঞ্জিং ছিল জানিয়ে তিনি বলেন, ‘লাশের উৎকট গন্ধে ওসিসিতে রোগীসেবা ব্যাহত হচ্ছিল। তখন কেন্দ্রীয় ওষুধাগার এসব ফ্রিজার পাঠায়।’

ইন্সটলেশনের আগে ফ্রিজারগুলো বৃষ্টিতে ভেজা ও রোদে পোড়া প্রসঙ্গে তিনি বলেন, বৃষ্টি অনাকাঙ্ক্ষিত। আমরা আসলে ভাবিনি এত বৃষ্টি হবে। আশা করছি খুব তাড়াতাড়ি বিষয়টি সমাধান হবে।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm