চট্টগ্রাম মেডিকেল থেকে আবারও আটক ২ দালাল

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আবারও দুই দালালকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ডের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক দুই দালাল হলেন বোয়ালখালী উপজেলার হোরারপাড়ার মৃদুল বৈদ্যের ছেলে রাজীব বৈদ্য (৩২) ও রাঙ্গুনিয়া উপজেলার নটুয়া টিলার স্বপন দাসের ছেলে শুভ দাস (২০)।

s alam president – mobile

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘হাসপাতালের গাইনি ওয়ার্ডের সামনে থেকে দুই দালালকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন তারা ওয়ার্ড থেকে ওষুধ বিক্রি করছিল বাইরের দোকানগুলোতে।’

আটক দুই দালালকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আইএমই/ডিজে

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!