জামিন পেলেন এসএ গ্রুপের চেয়ারম্যান

অর্থঋণ আদালতে রুপালী ব্যাংকের করা দুটি মামলায় সস্ত্রীক জামিন পেয়েছেন চট্টগ্রামের এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মো. শাহাবুদ্দীন আলম। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা রিকলের আদেশও দেন আদালত।

মঙ্গলবার (২৫ এপ্রিল) মো. শাহাবুদ্দীন আলমের আবেদনের প্রেক্ষিতে শর্তসাপেক্ষে বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম।

s alam president – mobile

এর আগে গত ২৪ এপ্রিল রুপালী ব্যাংকের দায়ের করা দুটি অর্থঋণ মামলায় প্রতিষ্ঠানটির মালিক শাহাবুদ্দীন আলমকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

এসএ গ্রুপের আইনজীবী সুলতান মোহাম্মদ অহিদ বলেন, আদালতের পাঁচ মাসের কারাদণ্ড এবং গ্রেপ্তারি পরোয়ানার আদেশের পর মঙ্গলবার ৫০ লাখ টাকা আদালতের মাধ্যমে জমা করা হয়। এরপর আদালতে দেওয়ানী আটকাদেশ স্থগিত চেয়ে জামিনের আবেদন করা হয়। শর্তসাপেক্ষে দেওয়ানী আটকাদেশ স্থগিত করে জামিনের দেন আদালত। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা রিকল করারও আদেশ দেন।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!