জমি নিয়ে বিরোধ, মা-ছেলেকে কুপিয়ে খুন কর্ণফুলীতে

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি নিয়ে বিরোধে মা-ছেলে খুন হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিকলবাহা ২ নম্বর ওয়ার্ড ব্লকপাড় এলাকার ইসমত হাজীর বাড়িতে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন একই এলাকার মো. তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম (৫৫) ও তার ছেলে পারভেজ (২৩)।

s alam president – mobile

বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ ও চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

স্থানীয় সূত্র জানা গেছে, মো. তৈয়ব ও মো. আলীর দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আবারও দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে আলীর পরিবারের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তৈয়বের পরিবারের লোকজনের ওপর চড়াও হন।

এতে এলোপাতাড়ি আঘাতে তৈয়বের স্ত্রী হোসনে আরা বেগম ও তার সন্তান মো. পারভেজ গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

Yakub Group

ওই এলাকার ইউপি সদস্য মো. আজাদ বলেন, ‘দীর্ঘদিন জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সেটা নিয়ে বেশ কয়েকবার আমরা সমাধানের চেষ্টা করেছি। এখন শুনেছি মা-ছেলে খুন হয়েছে।’

শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোবারক হোসেন বলেন, ‘এর আগে একটা মারামারির মামলা ছিল। ওই মামলায় তিনজনের মধ্যে একজন পলাতক ছিল। আমাদের কাছে খবর ছিল পলাতক আসামি বাসায় এসেছে। তখন আমরা বাড়িতে গিয়ে তল্লাশি করেও পায়নি। তবে আমরা চলে আসার পর শুনলাম মারামারি হয়েছে।’
নিহতের পুত্রবধূ কামরুন নাহার বলেন, ‘মোহাম্মদ আলীর ৫ ছেলেমেয়ে ও তাদের আত্মীয়স্বজনরা মিলে আমার শ্বাশুড়ি ও দেবরকে খুন করেছে।’

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল মাহমুদ বলেন, ‘মারামারির ঘটনায় দু’জন নিহত হয়েছে। এখন আমরা ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাব।’

ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!