s alam cement
আক্রান্ত
৫৩৭৫৩
সুস্থ
৪১৪৫৩
মৃত্যু
৬২৬

চট্টগ্রাম রেলওয়ে—তিনি সহকারী মহাব্যবস্থাপক, তবে ‘জোর খাটান’ জনসংযোগ কর্মকর্তার!

0

তথ্য অধিকার আইনে সরকারি প্রতিষ্ঠানের তথ্য চাওয়ার নিয়মে জনসংযোগ কর্মকর্তা বরাবরে আবেদন করে। কিন্তু রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জোবেদা আক্তার বলছেন, তথ্য পেতে হলে জনসংযোগ কর্মকর্তা নন, তার কাছেই আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নিয়ম পাল্টে নিজের কাছে আবেদন করতে বলায় একদিকে বিভ্রান্ত হচ্ছেন গণমাধ্যম কর্মীরা। অন্যদিকে ক্ষমতার অপব্যবহার করে গণমাধ্যম কর্মীদের তথ্য পাচার করছেন এ সরকারি কর্মকর্তা। তবে গণমাধ্যম কর্মীদের নিজের আয়ত্তে রাখতে এমন মনোভাব হতে পারে বলে ধারণা অনেকের।

সোমবার (৩১ মে) জনসংযোগ কর্মকর্তা বরাবরে তথ্য চেয়ে আবেদন করলে রেলওয়ে পূর্বাঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক জোবেদা আক্তার নিয়ম বহির্ভূতভাবে তার অনুকূলে দরখাস্ত করার তাগিদ দেন।

জানা যায়, ৮৬৩ জন খালাসী নিয়োগ দুর্নীতি মামলায় দুদকের অভিযুক্ত জোবেদা আক্তার দীর্ঘদিন ধরে গণমাধ্যম কর্মীদের তথ্য চেয়ে লিখিত আবেদন জনসংযোগ কর্মকর্তার বদলে নিজের বরাবর করার সিস্টেম চালু করেন। যা আইন বহির্ভুত।

এ বিষয়ে জানতে চাইলে জোবেদা আক্তার তিনি বলেন, ‘লিখেন লিখেন যত পারেন লিখেন।’

রেলওয়ের (পূর্ব) জনসংযোগ কর্মকর্তা ওমর ফারুকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি নিয়ে মহাব্যবস্থাপকের সাথে কথা বলার পরামর্শ দেন।

Din Mohammed Convention Hall

রেলওয়ে পূর্বাঞ্চলের ব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন বলেন, গণমাধ্যম কর্মীরা জনসংযোগ বিভাগে (ডিডিপিআর) তথ্য চাইবে, সহকারী মহাব্যবস্থাপক এনটাইটেল নয়। তিনি জোবেদা আক্তারের এমন নির্দেশ প্রদান উচিত নয় বলে জানান।

কেএস

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm