চট্টগ্রাম রেলে অর্ধকোটির মালামাল চুরির ঘটনায় গ্রেপ্তার ২

রেলওয়ে পূর্বাঞ্চল চট্টগ্রামের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব) দপ্তরের গোডাউন থেকে অর্ধকোটি টাকার মালামাল চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে কিছু চোরাই মালামাল উদ্ধার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।

গ্রেপ্তার দু’জন হলেন—শাকিল (২২) ও শাহিন (২৫)।

বুধবার (২৩ জানুয়ারি) রাতে খুলশীর মাস্টার লেইন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আরএনবির পাহাড়তলী ভারপ্রাপ্ত সিআই হাবিব উল্লাহ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব) দপ্তরের গোডাউন থেকে অর্ধকোটি টাকার ক্যাবল, স্প্রিংসহ রেলের বিভিন্ন মালামাল চুরি হয়। মালামাল রাখার গোডাউনের তালা ও প্যাকেট ঠিক থাকলেও ভেতরে ছিল না মালামাল। সোমবার (২০ জানুয়ারি) বিকালে আরও মালামাল গোডাউনে রাখতে গেলে বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

জানা গেছে, চট্টগ্রামের পাহাড়তলী রেল প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক (পূর্ব) দপ্তরের ভেতরের গোডাউনে রেলের সব ধরনের মালামাল রাখা হয়। এখানে বিদেশি মালামালও থাকে। এর মধ্যে প্যাকেটে স্প্রিং, নাট, ক্যাবল থেকে শুরু করে বিদেশি অনেক দামি মালামালও রাখা হয়। সোমবার দায়িত্বরত কর্মচারী গোডাউনে (এ ও বি) মালামাল রাখতে গেলে দেখেন, অনেকগুলো প্যাকেটে ভেতর থেকে মালামাল উধাও হয়ে গেছে। পরে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

জেএস/ডিজে

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm