নিখোঁজ নয়, চট্টগ্রামের দুই পুলিশ পালিয়েছেন নেদারল্যান্ডেই

0

কুকুর পরিচালনা শিখতে নেদারল্যান্ডে গিয়ে হঠাৎ ‘নিখোঁজ’ হয়ে যাওয়া চট্টগ্রামের দুই পুলিশ সদস্যই ঘুরতে যাওয়ার কথা বলে হোটেল থেকে পালিয়ে গেছেন। এদের মধ্যে একজন ইতিমধ্যে কক্সবাজারে থাকা পরিবারের কাছে বার্তা পাঠিয়েছেন, তিনি আর পুলিশের চাকরি করতে চান না। অপর পুলিশও একই উদ্দেশ্যে ইউরোপের দেশটিতে ‘নিখোঁজ’ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের ডগ স্কোয়াডের কুকুর ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ক প্রশিক্ষণের জন্য গত ৯ মে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ বেলায়াত হোসেনের নেতৃত্বে ৮ সদস্য বিশিষ্ট একটি টিম নেদারল্যান্ড যায়।

চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেরোরিজম (সিটি) বিভাগের অধীনে প্রশিক্ষিত ২০টি জার্মান শেফার্ড ও ল্যাব্রাডর জাতের কুকুর নিয়ে একটি পূর্ণাঙ্গ ডগ স্কোয়াড (কে-৯) ইউনিট খোলা হচ্ছে। আর সেই ইউনিটের কার্যক্রম হিসেবেই ৮ সদস্যের দলটি প্রশিক্ষণে গিয়েছিল।

১৫ দিনব্যাপি ওই প্রশিক্ষণ শেষে ২৪ মে ছয়জন দেশে ফিরে এলেও দুজন আসেননি। এরা হলেন রাসেল চন্দ্র দে ও শাহ আলম। দুজনই কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। এদের মধ্যে কক্সবাজারের বাসিন্দা রাসেল সিএমপির দামপাড়া পুলিশ লাইনে এবং কুমিল্লার বাসিন্দা শাহ আলম মনসুরাবাদ পুলিশ লাইনের ব্যারাকে থাকতেন।

জানা গেছে, গত ২২ মে ঘুরতে যাওয়ার কথা বলে রাসেল ও শাহ আলম হোটেল থেকে বের হন। পরদিন ফ্লাইটের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা আর হোটেলে ফিরে আসেননি। এরপর তাদের ছাড়াই সফরসঙ্গী অন্য ছয় জন নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে ফিরে আসেন। পরে পুলিশ সদর দপ্তর ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে খোঁজ করা হলেও তাদের নাগাল আর পাওয়া যায়নি।

Yakub Group

এদিকে রাসেলের বড় বোন কমলা পাল সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার (২৬ মে) কক্সবাজারের বাড়িতে হোয়াটসঅ্যাপে ফোন করে রাসেল জানান পুলিশের চাকরি তার ভালো লাগে না। তাই তিনি নেদারল্যান্ডসে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এ কথা শুনে তার বড় ভাই সুভাষ চন্দ্র বকাবকি করলে রাসেল ফোন কেটে দিয়ে ভাইকে ব্লক করে দেন।

ইতিমধ্যে কক্সবাজার সদর থানার পুলিশ রাসেলের অবস্থান সম্পর্কে জানতে তার বাবা লক্ষণ চন্দ্র দে, মা রেবা রানী দে, স্ত্রী পম্পী রাণীসহ পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানা গেছে।

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm