s alam cement
আক্রান্ত
৯৭৯৬২
সুস্থ
৬৬৫৬৪
মৃত্যু
১১৯৬

চট্টগ্রাম হয়ে ওমান যাবে ইউএস-বাংলার ফ্লাইট, সপ্তাহে তিন দিন

0

আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-মাসকাট-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। কভিড-১৯ নির্দেশিত সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে সপ্তাহে সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার ঢাকা থেকে সরাসরি মাসকাটে এবং রবি, বুধ ও শুক্রবার ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে মাসকাটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।

অন্যদিকে মঙ্গল, বুধ, শুক্র ও রবিবার মাসকাট থেকে সরাসরি ঢাকা এবং সোম, বৃহস্পতি ও শনিবার মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় ফ্লাইট পরিচালনা করবে।

ওমান সিভিল এভিয়েশন অথরিটির নির্দেশনা অনুযায়ী ওমানী নাগরিক, যারা ওমানে স্থয়ীভাবে বসবাস করছে, যাদের বৈধ ভিসা আছে এবং অ্যারাইভাল ভিসার যোগ্য যাত্রীরা ওমান ভ্রমণ করতে পারবে।

ওমান সিভিল এভিয়েশনের নির্দেশনা অনুযায়ী, ভ্রমণ করার ১৪ দিন আগে ১৮ বছরের বেশি বয়সে যাদের দুই ডোজ করোনার টিকা নেওয়া আছে তারা সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করতে পারবে।

এছাড়া ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে ১০ বছরের বেশি বয়সের যাত্রীদের কভিড-১৯ আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। ভ্রমণ করার আগে কভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট থাকলে কোয়ারেন্টিনে থাকতে হবে না।

সিপি

ManaratResponsive

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm