চন্দনাইশের রাধামাধব সেবাশ্রম মহোৎসব উদযাপন কমিটির সভাপতি নৃপেন্দু, সম্পাদক লিটন

চট্টগ্রামের চন্দনাইশের শ্রীশ্রী রাধামাধব সেবাশ্রমের (হরি মন্দির) বার্ষিক মহোৎসব উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সবার সম্মতিতে নৃপেন্দু দত্তকে সভাপতি ও লিটন বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে মহোৎসব উদযাপন কমিটি গঠন করা হয়।

শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে মন্দিরের অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের সভাপতি উৎপল ভট্টাচার্য ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দোলন দেব।

মহোৎসব উদযাপন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হারাধন দে, কেশব মজুমদার, অ্যাডভোকেট রিপন চৌধুরী; যুগ্ম সম্পাদক বিকাশ শীল, সহ-সম্পাদক রাজীব দাশ, উজ্জ্বল দেব; কোষাধ্যক্ষ বাবলা মহাজন, সহ-কোষাধ্যক্ষ বন্ধন ভট্টাচার্য, সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত বৈদ্য, সহ-সাংগঠনিক সম্পাদক পলাশ ভট্টাচার্য, দপ্তর সম্পাদক বলাই চক্রবর্তী, সহ-দপ্তর সম্পাদক দীপক চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক অশোক দত্ত, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শিবনারায়ণ চক্রবর্তী, পূজা ও কীর্তন পরিচালনা সম্পাদক প্রদীপ কান্তি চৌধুরী, সহ পূজা ও কীর্তন পরিচালনা সম্পাদক বরুণ সেন, মহাপ্রসাদ বিতরণ সম্পাদক রতন দে, সহ-মহাপ্রসাদ বিতরণ সম্পাদক অমর ভট্টাচার্য, অরবিন্দু দত্ত; সদস্য রনি দেব, অক্ষয় ভট্টাচার্য, নয়ন বৈদ্য, অভি মহাজন, আকাশ ভট্টাচার্য, রিমান মহাজন ও পার্বণ দাশ।

সার্বিক সহযোগিতায় থাকবেন বনবিহারী দেওয়ানজী, অজিত শীল দুলাল, সলিল চক্রবর্তী, সুধীর দেব, মধুসূদন দত্ত, মাধব মহাজন, যাদব সামন্ত, পরিমল মহাজন, বিপ্লব ভট্টাচার্য, আশীষ দেব, সন্তোষ চৌধুরী এবং রূপক বৈদ্য।

শ্রীশ্রী অদ্বৈত প্রভুর জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ১৬ ও ১৭ ফেব্রুয়ারি দু’দিনব্যাপী বার্ষিক মহোৎসব উদযাপন করা হবে। এরমধ্যে ১৬ ফেব্রুয়ারি  অধিবাস এবং ১৭ ফেব্রুয়ারি মহানামযজ্ঞ অনুষ্ঠিত হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!