s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

চবিতে কয়েক ঘণ্টায় এক কুকুর কামড় বসালো ৫ শিক্ষার্থীর পায়ে

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কয়েক ঘন্টার ব্যবধানে একটি কুকুরের কামড়ে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের পাঁচজনের অধিক শিক্ষার্থী। এ ঘটনায় ওই কুকুরকে মেরে ফেলেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের কর্মীরা।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শাহজালাল হল, পুলিশ ফাঁড়ির সামনে কামড়ানোর ঘটনা ঘটে। আহতদের বিশ্ববিদ্যালয় মেডিকেলে চিকিৎসা দেয়া হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থী মেহতাজ আনিকা জানান, বেলা ১১ টার দিকে ভ্যাকসিন নিতে যাওয়ার সময় সাদা একটা কুকুর আমার ডান হাত এবং পায়ে কামড়েছে। পরে দেখি আরও একটা ছেলেকে ওই সাদা কুকুরটাই কামড়েছে। ডাক্তারদের কাছে যাওয়ার পর শুনি সকাল থেকে আমি মোট চার জনকে এই কুকুর কামড় দিছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মাহফুজুর রহমান বলেন, সকাল সাড়ে ১০ টার দিকে দুইটা ছেলে ব্যাগ নিয়ে ফরেস্ট্রির দিক থেকে জিরো পয়েন্ট আসছিলো। ডাচ্ বাংলা ব্যাংকের সামনে বারবার আসলে একটা সাদা কুকুর একজনের পায়ে কামড় দেয়।

বিশ্বিবদ্যালয় মেডিকেল সেন্টারের চিফ মেডিকল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ আবু তৈয়ব চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, সকাল থেকে একটা কুকুর কয়েকজন শিক্ষার্থীকে কামড় দিয়েছে। আহতাবস্থায় তারা মেডিকেল আসলে আমরা ভ্যাকসিনসহ প্রয়োজনীয় চিকিৎসা দিয়েছি। পাশাপাশি কুকুরটিকে আটক করতে নিরাপত্তা দপ্তরকে বলেছি।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের প্রধান (ভারপ্রাপ্ত) শেখ মুহাম্মদ আব্দুর রাজ্জাক চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, খবর পেয়ে আমরা কুকুরটিকে মেরে ফেলতে লোক পাঠাই। দেড় ঘন্টার চেষ্টায় চারটার দিকে তাকে মেরে ফেলা হয়।

এমআইটি/এমএহক

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm