s alam cement
আক্রান্ত
১০২২৪৫
সুস্থ
৮৬৮৫৬
মৃত্যু
১৩২৫

ভোটের আগে কথার লড়াই উত্তাপ ছড়াচ্ছে মিরসরাইয়ে

0

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খইয়াছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুল হক জুনু (নৌকা) ও বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর (ঘোড়া) একে অপরের কথার উত্তাপে নির্বাচনী মাঠে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে বিদ্রোহী প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরীকে শোকজ করেছে রিটার্নিং কর্মকর্তা।

জানা গেছে, সোমবার (৮ নভেম্বর) বেলা ১২টায় মিরসরাইয়ের স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ের আয়োজন করেন খৈয়াছড়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাহফুজুল হক জুনু। এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক সহ অন্যান্য নেতারা।

এ সময় আওয়ামী লীগ প্রার্থী অভিযোগ করেন, তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঘোড়া প্রতীকের জাহেদ ইকবাল চৌধুরী দলের মনোনয়ন না পাওয়ার পর থেকে একে একে আওয়ামী লীগের শীর্ষ নেতা থেকে স্থানীয় নেতাদের সম্পর্কে প্রকাশ্যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন। এছাড়া আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পারিবারিক বিষয়াদি এবং তার মৃত বাবা সম্পর্কে অনুরূপ বক্তব্য দিচ্ছেন। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এ ধরনের উদ্ধত্বপূর্ণ বক্তব্য নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন।

এদিকে জানা গেছে, গত ৫ নভেম্বর প্রথমবারের মত নিজ পরিবারের সদস্যদের নিয়ে নির্বাচনী গণসংযোগে নেমেছিলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের জাহেদ ইকবাল চৌধুরী। এ সময় একটি পথসভায় দেয়া বক্তব্যে তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুল হক জুনু সম্পর্কে ‘জুনু ক্লাস টু’ এবং তার সাথে যারা নির্বাচনী প্রচারণায় নেমেছেন তাদের অনেককে নিজের পরিবারের চাকর-চাকরানি বলে হেয় প্রতিপন্ন করেন। যার একটি ভিডিও ক্লিপ এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

আবার আওয়ামী লীগ প্রার্থী মাহফুজুল হক জুনু অভিযোগ করেন, গত শনিবার (৬ নভেম্বর) মিরসরাই উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী নির্বাচনী মাঠে তার বিরুদ্ধে যে আসবে তাকে কচুকাটা করবেন বলে হুমকি দিয়েছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘ওই সভায় আমি উপস্থিত ছিলাম। বক্তব্যটি কোন্ ভাষায় দিয়েছেন তা অতটা খেয়াল করতে পারিনি। তবে একটি অডিও রেকর্ড আছে বলে আমি এবং জেলা প্রশাসক মহোদয় জেনেছেন। এ বিষয়ে ওই নির্বাচনী এলাকার রিটার্নিং কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার জাহেদ ইকবাল চৌধুরীকে শোকজ করবেন বলে আমাদের সিদ্ধান্ত হয়েছে।’

এদিকে সোমবার সকালে চেয়ারম্যান প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরীকে শোকজ করা হয়েছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ও মিরসরাই উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার জানান, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় অপ্রাসঙ্গিক ও উদ্ধত্বপূর্ণ বক্তব্য দেওয়া এবং গত রোববার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত না থাকায় চেয়ারম্যান প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরীকে শোকজ করা হয়েছে। তাকে আগামী ২৪ ঘন্টার মধ্যে লিখিত উত্তর জানাতে বলা হয়েছে। অন্যথায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অপরাধে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চেয়ারম্যান প্রার্থী জাহেদ ইকবাল চৌধুরী বলেন, ‘আমি বলেছি প্রচার প্রচারণা শেষ হওয়ার পর ৪৮ ঘন্টার মধ্যে কোন বহিরাগত ক্যাডার আমার নির্বাচনী এলাকায় অনুপ্রবেশ করে তাহলে জনগণকে নিয়ে তাদের কচুকাটা করা হবে।’

রিটার্নিং কর্মকর্তার শোকজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একটি চিঠি পেয়েছি। আগামী ২৪ ঘন্টার মধ্যে আমি তার লিখিত জবাব দেবো।’

সিপি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm